ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যা, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসরদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গফরগাঁও পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গফরগাঁও গো-হাটা মিনি স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদলের নেতা কর্মীরা। পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আলম পাপ্পু'র সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান সজিব, যুগ্ম- আহ্বায়ক নূর আলম আহাদ অন্তর ও আবদুল্লাহ আল সিফাত, সদস্য হাসিবুল ইসলাম নবাব, মোঃ আলামিন মিয়া, রানা মাসুদ, মেহেদী হাসান কাজী, শাহরিয়ার রোমান প্রমুখ। সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দ গণহত্যায় জড়িত, স্বৈরাচার, ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।