যশোরের চৌগাছায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। গতকাল (১৬ অক্টোবর) বুধবার দুপুরে নবীণ উদ্যোগ স্বেচ্ছাসেবি সংগঠনের ব্যানারে দিবসটি পালন করা হয়। ‘উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যলী শেষে শহরের ভাষ্কর্য মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার নবীণ উদ্যোগ স্বেচ্ছাসেবি সংগঠনের সভাপতি সোহানা ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চৌগছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহসভাপতি রহিদুল ইসলাম খান, স্বেচ্ছাসেবি সংগঠনের সায়মা ইসলাম, আকিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। এ সময় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্য উৎপাদনে এখনো অনেক পিছিয়ে। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে।