আশাশুনি উপজেলার প্রতাপনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দুর্যোগ স্বেচ্ছাসেবকদের সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ববৃহস্পতিবার বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় বারসিক সংস্থার আয়োজনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ পরিবেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। বারসিক এর উপজেলা সমন্বয়কারী আছাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ, ইউপি সদস্য সোহরাব হোসেন প্রমুখ।