আইপিএলের গত সাত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ ছিলেন রিকি পন্টিং। সম্প্রতি দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সাবেক অজি অধিনায়ক। পন্টিংয়ের জায়গায় এবার দিল্লির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হেমাং বাদানী। কোচের পাশাপাশি ডিরেক্টর অব ক্রিকেট পদেও বদল এনেছে দিল্লি। গত কয়েক বছর ধরে এই পদে সৌরভ গাঙ্গুলি কাজ করলেও এবার তার জায়গায় নিয়োগ দেয়া হয়েছে আরেক ভারতীয় ক্রিকেটার বেনুগোপাল রাওকে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লীর কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় হেমাং জানান, 'দরজায় কড়া নাড়ছে মেগা নিলাম। আমার কাজ কচ্ছে অন্য কোচিং স্টাফদের সঙ্গে নিয়ে সেটাকে কাজে লাগানো। দিল্লিতে কাজ শুরু করতে আর অধীর আগ্রহে অপেক্ষা করছি।' খেলাধুলাভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনমতে, কোচিং স্টাফে এই পরিবর্তন চলতেই থাকবে দিল্লির। হেড কোচের মতোই পরিবর্তন আসবে সহকারী কোচ এবং মেন্টর পদে। ২০১৪ সাল থেকে দিল্লির সহকারী কোচ হিসেবে কাজ করে আসা প্রভীন আমরের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন না করে সেই বার্তাই দিয়েছে দলটি। ২০০০-০৪ সালের মধ্যে ভারতের হয়ে চারটি টেস্ট এবং ৪০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন হেমাং। তাতে ব্যাট হাতে ৯৬১ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে বেনুগোপাল রাও ভারতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন। ১৬ ম্যাচে তার মোট রান ২১৮।