খুলনার ডুমুরিয়ার চুকনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার দাঁ'য়ের কোঁপে চাচা ও চাচী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার চুকনগর দক্ষিণ পাড়া এলাকায়। আহতরা খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। থানায় দায়ের কৃত মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চুকনগর দক্ষিণ পাড়া এলাকার মৃত মোফাজ্জল সরদারে ছেলে আমজাদ সরদার (৫৩) ও তার সহোদর আঃ কাদের সরদার (৬০) এর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন সকালে আসামিগন তাদের হাতে থাকা ধারালো দাঁ লোহার রড লাঠিসোটা নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে আমজাদ সরদারের স্ত্রী শামিমা আক্তার সাথী (৩৪)কে অর্তকিত ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এর কারণ জানতে চাইলে আসামি রাব্বি হাসান সরদার (২০),মিনারুল সরদার (১৯) ও রাবেয়া বেগম (৫০)সহ সংঘবদ্ধ জনতা বেআইনী ভাবে আমজাদের স্ত্রী শামিমা আক্তার সাথীকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ করে ধারালো দাঁ দিয়ে কোপ দেয়। এ সময় স্বামী আমজাদ সরদার এগিয়ে গেলে তাকেও দাঁ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় আহতরা মাটিতে লুটিয়ে পড়লে আসামীদের হাতে থাকা দাঁ ও লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। ৩নং আসামীর হুকুমে ১ নং আসামীর হাতে দাঁ দিয়ে খুন করার উদ্দেশ্যে শামিমা আক্তারের মাথা লক্ষ্য করে কোপ মারে। জীবন বাঁচানোর জন্য মাথা সরিয়ে নিতে গেলে ওই কোপ মাথার পেছনের অংশে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।২ ও ৩নং আসামীর হাতে থাকা লোহার রড,বাঁশের লাটি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ীভাবে মারপিট করে রক্তাক্ত নীলাফোলা জখম করে। স্বামী আমজাদ সরদার আসামীদেরকে ঠেকাতে গেলে ২ নং আসামি ১ নং আসামীর হাত থাকা দাঁ দিয়ে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ মারে। লক্ষভ্রষ্ট হয়ে মাথা সরিয়ে নিয়ে হাত দিয়ে ঠেকালে ওই কোপ তার মাথার মাঝ বরাবর সহ বাম হাতের তালুসহ বিভিন্ন স্থানে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম করা হয়।স্থানীয় আলী হোসেন গাজী ঠেকাতে গেলে আসামিরা তাকেও লাঠি দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে আহত করে। নাজমিন বেগম (২৮),নূর জাহান খাতুন (১২), হেকমত আলী গাজী (৬৫), সহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। এ সময় আসামীগণ আহতদের জীবন নাশ সহ বিভিন্ন ধরনের ভয় ভীতির হুমকী দিয়ে ঘটনাস্থ্যল ত্যাগ করে চলে যায়।এঘটনায় বুধবার দিবাগত রাতে আহত শামিমা আক্তারের ভাই ইনজামুল হক শিমুল বাদী হয়ে৩ জনকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাতদন্তকারি কর্মকর্তা এসআই শহিদুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ঘটনা স্থল পরিদর্শন পূর্বক মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।