চট্টগ্রামের হাটহাজারীতে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা তথ্য অফিস গনযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নারী সমাবেশ ও মত বিনিময় সভার আয়োজন করেছেন। উপজেলার ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা আয়শা সিদ্দিকা। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। জেলা তথ্য অফিসের স্টাফ মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব এর যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল। ইউনিয়ন পরিষদের সচিব কৌশিক চক্রবর্তী, সংরক্ষিত মহিলা সদস্য শাহীনা আকতার, ইউ পি সদস্য মোহাম্মদ ইলিয়াস ও আনোয়ার হোসেন প্রমূখ। সভায় বক্তারা বলেন সমাজের সর্বক্ষেত্রে সংস্কার করে বৈষম্য দূরীভূত করতে পারলে সমৃদ্ধ দেশ বির্নিমানের কাজ সহজ হবে। দেশের নারী সমাজ এখনো অসচেতন। তাই বাল্যবিবাহের প্রবনতা দেখা যায়। এখনো জন্ম নিবন্ধনের প্রতি অনেকের উদাসীনতা পরিলক্ষিত হয়। বাড়ীর আঙিনা পরিস্কার রাখতে পারলে ডেঙ্গু রোগের প্রবনতা কমে আসবে। শিক্ষা, স্বাস্থ্যের ব্যাপারে কোন আপোশ নয়, আগামী ২৪ তারিখ থেকে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে সরকার ঠিকদান কর্মসূচির আয়োজন করেছে। সরকার যে কোন কর্মসূচি জনস্বার্থেই গ্রহন করে থাকে। সরকারের জনস্বার্থে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয় মহিলাদের সচেতন করতে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।