নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রেগুলেটর এলাকায় ও উড়িরচর সীমান্তে ছোট ফেনী নদীতে বুধবার রাত ২টায় উপজেলা মৎস অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম সরকারের নেতৃত্বে কোস্ট গার্ড ও কোম্পানীগঞ্জ থানা পুলিলের যৌথ অভিযানে ৯জনকে ইলিশ মাছ ধরার বিশাল ওজনের কারেন্ট জালসহ আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ রকিবুল হাসান (২২), মোঃ শাকিল (২১), মজিবুর রহমান বাদশ (২২), সাইফুল ইসলাম (৩০), সজিব (২৪), রিফাত (২০), জহিরুল ইসলাম (২৮), মোঃ ইউসুফ (২২), আবদুল মান্নান (৪২)। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন পাটওয়ারী এই ৯জনকে ৩হাজার টাকা করে মোট ২৭হাজার টাকা জরিমানা করেন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ না করে ছেড়ে দেওয়া হয়। উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম সরকার জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারী বিধি মোতাবেক নিষেধাজ্ঞা থাকবে, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।