চাঁদপুরের বালুখেকো সদরের লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের লুন্ঠিত সেই অস্ত্রটি উদ্ধার করেছে যৌথবাহিনী। যেই অস্ত্রটি গণপিটুনিতে নিহত হবার সময় গেলো ৫ আগস্ট সন্ধায় তার সাথে ছিলো। ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে চাঁদপুর সদর মডেল থানায় প্রেস ব্রিফিং করে এসব জানান পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব পিপিএম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যাক্ত অবস্থায় চাঁদপুর সদরের ৯নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাপদি গ্রামস্থ নোয়ারাজা জমাদার বাড়ীর রাস্তার পাশে বাঁশবাগান হতে সন্ধ্যায় ৯ এমএম পিস্তলটি উদ্ধার করা হয়। এর সাথে ১টি ম্যাগাজিনসহ ৬ রাউন্ড গুলি ও অস্ত্রের কভার ছিলো। এর দাম ৫ লক্ষাধিক টাকা এবং এটি ইউএস এর তৈরি। পরবর্তীতে থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই বাছাই করে উদ্ধারকৃত এই অস্ত্র ও গুলি সেলিম খানের বলে নিশ্চিত হওয়া যায়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার আরও বলেন, জেলায় লাইসেন্সকৃত ৮৪টি অস্ত্রের মধ্যে পূর্বেই ৮৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এটি বাকি ছিলো। এখন যৌথবাহিনীর অভিযানে অবশেষে ঘটনার প্রায় আড়াই মাস পর সেলিম খানের অস্ত্রটিও উদ্ধার হলো। এখন আর কোন বৈধ অস্ত্র উদ্ধার কাজ এই জেলাতে বাকি নেই। এ সময় প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর চাঁদপুর ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শেখ হাসিনার পতনের পর চাঁদপুরে অনেক কুকর্মের হোতা আলোচিত ও সমালোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খান তাঁর এলাকা থেকে পালিয়ে অন্যত্র যাবার সময় পার্শ্ববতী বালিয়া ইউনিয়ন এলাকাতে ছাত্র জনতার ক্ষোভের রোষানলে পড়লে বিক্ষুব্ধ মানুষ তার গাড়ি গতিরোধ করে গণপিটুনির শিকার হয়। এ সময় সেলিম ও তার ছেলে বড় ছেলে শান্ত খান ঘটনাস্থলে নিহত হন। গাড়ির ড্রাইভার ও ছোট ছেলে সেখান থেকে পালিয়ে প্রাণে বেঁচে যায়। ওই সময় সেলিম খানের সাথে থাকা গুলিসহ তার পিস্তলটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সেই অস্রটি উদ্ধারে সফল হয়েছে যৌথবাহিনী।