খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির জেলার মুলাদী উপজেলার এক ডিলারের বাড়ি থেকে ১৯২ বোতল সরকারি সয়াবিন তেল ও পাঁচ বস্তা মসুর ডাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাছুয়া ইউনিয়নের ওএমএস ডিলার নাজমুল সরদারের গলইভাঙা গ্রামের বাড়ি থেকে এসব সরকারি পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গলইভাঙা গ্রামের বাসিন্দা জনদের আলী হাওলাদারের ছেলে হাসান হাওলাদার বাদি হয়ে বুধবার রাতে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে নাজমুল আত্মগোপন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন বলেন, বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সরকারের ভর্তুকি মূল্যের পণ্য জব্দের ঘটনায় ওইদিন রাতেই নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে টিসিবির ডিলারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।