পলিথিন উৎপাদন, বাজারজাত করণ ও।ব্যবহার বন্ধে নীলফামারীতে মতবিনিময় সভা হয়েছে। পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ নভেম্বর হতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হবে মর্মে পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন, পলিপ্রপাইলিন শপিং ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বন্ধে সুধীজনের অংশগ্রহণে নীলফামারীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ অক্টোবর পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন ছিল। নীলফামারী পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি,সাংবাদিক বৃন্দ, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, যুব সংগঠনসহ বিভিন্ন পরিবেশবাদী সেচ্ছাসেবী সদস্যগণ। সভার সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং পলিথিন,পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এছাড়াও তিনি পলিথিন পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে একমত পোষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারী জেলার সভাপতি মো: আকতারুল আলম, ব্রাক জেলা সমন্বয়ক মো: আকতারুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রেদোওয়ান ইসলাম, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য বোরহান আহমেদ।