নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের বাসিন্দা ও মোল্যার মাঠ সংলগ্ন বাজারের ওমেরা জ্বালানী গ্যাস কম্পান্নির ডিলার রিয়াজ এন্টারপ্রাইজের মালিক রিয়াজুল ইসলামের গোডাউন থেকে বুধবার রাতে গ্যাস ভর্তি প্রায় ৩৫০ টি সিলিন্ডার চুরি হয়েছে। যার মূল্য প্রায় ৯লাখ টাকা। রিয়াজ জানান, আমি বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখি ৩টি তালা কেটে দোকানে অজ্ঞাত চোরে প্রবেশ করে প্রায় ৩৫০টি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে গেছে। পার্শ্ববর্তী দোকানদারদের বিষয়টি অবহিত করি। চোরে ছোট ট্রাক বা পিকআপে করে সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছি। লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।