খুলনায় আদালত চত্বর থেকে চুরির মামলার এক আসামি পালিয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন আদালত চত্বরে এ ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামির নাম মোঃ হৃদয় সরদার। সে নগরীর দৌলতপুর থানা এলাকার পাবলা দত্ত বাড়ির মিন্টু সরদারের ছেলে। এদিকে, এ ঘটনার পর আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে চেকপোস্ট। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।