কুড়িগ্রামের রাজারহাটে জরায়মুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ আশাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মাধ্যমিক অ্যাকাডেমিক শিক্ষা কর্মকর্তা শোছাঃ আয়শা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফ আহম্মদ, উপজেলা সমাজসেবার কর্মকর্তা মোঃ মশিউর রহমান ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। সভায় বিনামুল্যে ৫ম(১০বছর- থেকে ৯ম(১৪বছর) শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদানের জন্য সকলের সহযোগীতা কামনা করেন। আগামী ২৪ অক্টোবর রাজারহাট উপজেলাসহ এইচপিভি টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে।