রংপুরের পীরগাছায় মহির উদ্দিন (১১২) নামে শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মনিরাম এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম দর্জিপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে রংপুর-চৌধুরাণী-সুন্দরগঞ্জ সড়কের তেয়ানী মনিরাম এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিষয়টি জানাজানি হলে মরদেহটি মহির উদ্দিনের বলে সনাক্ত করেন স্বজনরা। নিহতের ছেলে দুলাল মিয়া বলেন, আমার বাবার শারিরিক ভাবে অসুস্থ্য। তার মাথায় সমস্যা আছে। তিনি মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতেন। বৃহস্পতিবার সকালে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। মামলা দায়েরের পর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।