ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবউল আলম হানিফ’র চাচা আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু’র গরুর খামার থেকে একদল দূর্ধষ ডাকাত দল ৭টি গরু খুলে নিয়ে গেছে। এ সময় ডাকাত দল খামারে কর্মরত শ্রমিকদের অস্ত্রের মুখে হাত-পা ও চোখ বেঁধে রাখে। পরে ট্রাক এ উঠিয়ে বড় বড় ৭টি গরু নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল। এ ঘটনাটি ঘটেছে আজ বৃহস্প্রতিবার ভোর রাতের দিকে ব্যাকাপুল নামক স্থানে। জানা গেছে, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু’র ব্যাকাপুল নামক স্থানে একটি ইটভাটা রয়েছে। সেখানেই রয়েছে বড় একটি গরুর খামার। আজ বৃহস্প্রতিবার দিবাগত ভোর রাতে সশস্ত্র অবস্থায় একটি সংঘবদ্ধ ডাকাতদল গরুর খামারে হামলা চালায়। এ সময় কর্মরত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে মারপিট করে। পরে খামারেই ট্রাক ঠেকিয়ে ০৭টি বড় গরু খুলে নিয়ে যায় ডাকাত দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাত দলের কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি ভেড়ামারা থানা পুলিশ। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানিয়েছেন, ভোর রাতে ৭টি গরু খুলে নিয়ে গেছে এমন সংবাদ পেয়েছি। অপরাধীদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।