ভোলার দৌলতখানে প্রাথমিক শিক্ষকদের শতভাগ পদোন্নতি সহ প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষকরা। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ দৌলতখান উপজেলা শাখার ব্যানারে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপিও পেশ করেছিল সংগঠনটি। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরি এর মাধ্যমে কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ গ্র্যাজুয়েট প্রাথমিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আবদুল খালেক এর নেতৃত্বে স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য শহীদুল্লাহ নয়নও মোস্তফা ফারুক। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন নোমান, সাধারণ সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম, প্রধান শিক্ষক হরিহর চন্দ্র, প্রধান শিক্ষক অমল চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক দুলাল চন্দ্র হালদার, সহকারী শিক্ষক ফরিদ হোসেন, সহকারী শিক্ষক মাহাবুবুল আলম, সহকারী শিক্ষক মো. সুমন, সহকারী শিক্ষক আলাউদ্দিন, সহকারী শিক্ষক মো. ইকবাল, সহকারী শিক্ষক অনিম বাবু। শিক্ষক প্রতিনিধিরা বলেন, বৈষম্যবিরোধী অন্তর্বতীকালীন সরকারের বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী হিসেবে আমরা প্রাথমিক শিক্ষকরা সমতার স্মার্ট নাগরিক গড়ার প্রধান নিয়ামক হিসেবে কাজ করতে বদ্ধ পরিকর। সংগঠনের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে দেয়া স্মারক লিপিতে উল্লেখ করেন, আপনি শিক্ষকদের হতাশ করবেন না। প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরে বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক, স্নাতক সমমান (২য় বিভাগ) বেতন গ্রেড ১৩ তম। অথচ অষ্টম শ্রেণি পাস ড্রাইভারদের বেতন গ্রেড ১৩ তম। প্রাথমিক শিক্ষকদের মাসিক এবেতনে সংকুলান না হওয়ায় মনোকষ্ট নিয়ে তারা মানবেতর জীবনযাপন অতিবাহিত করছেন। আর এ কারণেই মেধাবীরা প্রাথমিক শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটছেন। ১৭ অক্টোবর দৌলতখান প্রেস ক্লাবে এসে বাংলাদেশ গ্র্যাজুয়েট শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠনের সমন্বয়ক পরিষদের মো. আবদুল খালেক আশা পোষণ করে বলেন, সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মেধাবীদের প্রাথমিক শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে। প্রাথমিক শিক্ষকদের শতভাগ পদোন্নতি সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদানের দাবি জানিয়েছেন তারা।