বাগেরহাটের মোল্লাহাটে সরকারি খাস জমিতে মৎস্য ঘের তৈরির মাধ্যমে স্থানীয়দের জিম্মি দশায় ফেলার অভিযোগ পাওয়া গেছে জনৈক আজাদ শেখের বিরুদ্ধে। উপজেলার সারুলিয়া বারুইগাতী এলাকার ওই ঘটনায় জিম্মি দশা থেকে মুক্তির দাবিতে জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় ১২০ ব্যক্তি সাক্ষরিত ওই লিখিত অভিযোগে প্রকাশ, মোল্লাহাট উপজেলার ৩২ নং সারুলিয়া বারুইগাতী মৌজার এস এ ৩৬০ বিআর এস ৭১৮ নং দাগটি সরকারি খাস খতিয়ান ভুক্ত ও প্রবাহমান বিল। ওই বিলের দুপাশে শত শত মৎস্য ঘের রয়েছে। ওই সকল মৎস্য ঘেরের মালিকগণ ঘেরের পানি নিষ্কাশন তথা যাবতীয় যোগাযোগের কাজে বিলটি ব্যবহার করে থাকেন। স্থানীয় সারুলিয়া গ্রামের আলহাজ্ব মোঃ আজাদ শেখ ওই বিলটির উপর অবৈধভাবে বাঁধ নির্মাণ করে কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে একটি জলমহল হিসেবে খাস আদায় করছেন। প্রবাহমান বিলের উপর বাঁধ নির্মাণের ফলে এলাকার শত শত মৎস্য চাষী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় ওই এলাকার শত শত মৎসঘের রক্ষায় ও জনস্বার্থে সরকারি প্রবাহমান বিলের উপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ ও জলমহল হিসেবে খাস আদায় বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তার হস্তক্ষেপ প্রয়োজন।