সদ্য ঘোষিত আলিম পরীক্ষার ফলাফলে আশাশুনি উপজেলার ৮টি মাদ্রাসার ৭৫ পরীক্ষার্থী এ+ পেয়েছে। এবছর এসব প্রতিষ্ঠান থেকে ৩৯৭ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়েছিল। ৩৮১ জন কৃতকার্য হয়েছে। এ+ পেয়েছে ৭৫, এ ২০৯, এ-৮৯, বি ৮, সি ১ এবং অকৃতকার্য হয়েছে ১৩ জন।
গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া ফাযিল মাদ্রাসা ঃ পরীক্ষার্থী ১৭১, কৃতকার্য ১৬০, এ+ ২০, এ- ৫১, বি ৫, সি ১ ও ফেল করেছে ৮ জন। পাশের হার ৯৫%।
প্রতাপনগর আবু বক্কর সিদ্দিক ফাযিল মাদ্রাসা ঃ পরীক্ষার্থী ৫০, কৃতকার্য ৫০, এ+১৯, এ ২২, এ-৮, বি একজন। পাশের হার ১০০%।
কলিমাখালী আজিজীয়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা ঃ পরীক্ষার্থী ৩২, কৃতকার্য ৩১, এ+৪, এ২৩, এ-৪, ফেল ১ জন। পাশের হার ৯৭%।
মদিনাতুল উলুম বহুমুখী ফাযিল মাদ্রাসা ঃ পরীক্ষার্থী ৩৪, কৃতকার্য ৩২, এ+৩, এ ১৯, এ-৯, বি১, ফেল করেছেন ২।
বড়দল দারুস সুন্নাত আলিম মাদ্রাসা ঃ পরীক্ষার্থী ১৯, কৃতকার্য ১৯, এ ১৫, এ-১, বি১, সি ২ জন। পাশের হার ১০০%।
গাজীপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসা ঃ পরীক্ষার্থী ৩৬, কৃতকার্য ৩৫, এ+৭, এ২৩, এ-৫, ফেল ১ জন। পাশের জার ৯৬%।
দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা ঃ পরীক্ষার্থী ৩২, কৃতকার্য ৩১, এ+৪, এ ১৬, এ-১১, ফেল ১ জন। পাশের হার ৯৬%।
প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসা ঃ পরীক্ষার্থী ২৩, কৃতকার্য ২৩, এ+১৮, এ ৫। পাশের হার ১০০%।