আশাশুনি উপজেলার আনুলিয়ায় মৎস্য ঘেরের মালিককে মারপিট করে বাসা ভাংচুর ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আনুলিয়া গ্রামের মৃত মানিক গাজীর ছেলে আবদুল হাকিম গাজী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।
আঃ হাকিম জানান, আনুলিয়া মৌজায় কানাখালী বিলে আমার ৫ বিঘা জমির মৎস্য ঘের আছে। প্রতিপক্ষ একই গ্রামের হামিদ পাঁড়ের ছেলে শহিদুল ইসলাম ওরফে আলেক পাঁড় তার লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে ঘেরটি জবর দখলের পাঁয়তারা করে আসছে। তার জের ধরে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহিদুলের নেতৃত্বে তার ছেলে সবুজ, নাজমুল হক, সিদ্দিক সহ সহযোগিরা লাঠিসোটা নিয়ে ঘেরের দুটি বাসা ভাংচুর করতে থাকে এবং একদল জাল টেনে মাছ ধরতে থাকে। তাদের বাঁধা দিলে তারা আমাকে বেধড়ক মারপিট করে। এ সময় তারা ঘেরের বেড়িবাঁধ কেটে ও জাল টেনে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। এ ব্যাপারে মামলা করলে আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঘের মালিককে মারপিট করে বাসা ভাংচুর ও মাছ ধরে নেওয়ার বিষয়ে প্রতিপক্ষ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন এ রিপোর্ট লেখা পর্যন্ত রিসিভ করেননি।
এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, আবদুল হাকিমের একটি লিখিত এজাহার পেয়েছি, সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।