আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন থেকে দুই দাগী চোর আটক হয়েছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের তেঁতুলিয়া আদর্শ গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
তেঁতুলিয়া আদর্শ গ্রামের শাহিন সরদারের ছেলে আকাশের মৎস্য ঘের থেকে একটি স্যালো মেশিন চুরি হয়েছিলে গত মাসে। অনেক খোঁজাখুজি করেও চোরাই মালের কোন সন্ধান করা সম্ভব হয়নি। মঙ্গলবার রাতে চোরদের সন্ধান পাওয়ার পর পুলিশকে খবর দিলে পুলিশ আদর্শ গ্রামের বাসিন্দা চাপড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে চোর লিটন সানা ওরফে পটল ও তেঁতুলিয়া আদর্শ গ্রামের আসমত গাজীর ছেলে মালেক গাজীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত দেশী অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে আকাশ সরদার বাদী হয়ে লিটন, মালেক ও অজ্ঞাত একজনকে আসামি করে থানায় ৮(১০)২৪ নং মামলা দায়ের করেছেন। আটককৃতদের বুধবার সকালে আদালতে চালান করা হয়েছে।