গুণী অভিনেতা জিতু আহসান। তবে এখন অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন তিনি। মাঝেমধ্যে বেশ কিছু নাটক ও ওটিটি কনটেন্টে দেখা মেলে তার। তবে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে নানা বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন। কথা বলেছেন তিনি। গত মঙ্গলবার পোস্ট দিলেন আরো একটি বিষয় নিয়ে। তিনি লেখেন, ‘নিজের প্রফেশনের মানুষদের নিয়ে সাধারণত আমি কোনো পোস্ট দিই না। গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে আমার কিছু সহকর্মী নানা রকম ট্রলের শিকার হচ্ছেন, কিন্তু তারা ভীষণ ধৈর্য এবং নীরবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু দু-একজন সহকর্মী আছেন, যারা লজ্জিত হওয়া তো দূরের কথা, নানা রকম উসকানিমূলক পোস্ট, লাল প্রোফাইলধারীদের রাষ্ট্রদ্রোহী এবং আরো নানা কথা বলেই যাচ্ছেন যেন দেশটায় অশান্তি আরো বাড়ে।’ তিনি আরো লেখেন, ‘আজকে যা অন্যায় হচ্ছে সেটার কথা বলছেন, ‘গুড, রিয়েলি অ্যাপিশিয়েট ইট। লজ্জা লাগে না, ১৫ বছরের এই ভয়াবহ দুর্নীতি, অন্যায় এবং হত্যার বিরুদ্ধে একটা টুঁ শব্দ কখনো করেন নাই? দুর্নীতিবাজগুলোর সাথে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন। যেই ভয়াবহ দুর্নীতি আর অন্যায় হয়েছে, তার ব্যাপারে যদি একটা কথা, আই রিপিট, একটা কথা, এই ১৫ বছর কিংবা এখনো যদি বলতেন, বুঝতাম বিন্দুমাত্র মোরাল ভ্যালু আছে। কখনোই বলেন নাই, উন্নতির ফিরিস্তি দিয়েছেন আর আসল উদ্দেশ্য ছিল এমপি হওয়া, যেটা পারেন নাই। নিজে শান্তিতে থাকেন, দেশের মানুষকে শান্তিতে থাকতে দেন।’