আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুলছাত্র সাব্বির হাসান (১৪) লাশ বুধবার (১৬অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের তেলিহাটা মধ্যপাড়া গ্রাম থেকে আড়াই মাস পর কবর থেকে তোলা হয়েছে।
উক্ত গ্রামের শাহিন আলম প্রামানিকের ছেলে সাব্বির হাসান সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে লেখাপড়া করতো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিকেল ৫ টায় আনন্দ মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে শিহিপুর পশ্চিমপাড়া এলাকায় পাকা রাস্তা উপর আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত হয়।
ঘটনার দিন সাব্বির হাসানের লাশ ময়না তদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১৫ আগস্ট সাব্বিরের বাবা শাহিন আলম বাদী হয়ে, (সারিয়াকান্দি-সোনালতা) আসেনর সাবেক এমপি সাহাদারা মান্নানকে প্রধান করে ২০ জনের নাম উল্লেখ ও ২০/৩০ জনকে অজ্ঞাত আসামি করে সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং ৬।
তদন্তকারী অফিসার এস আই আক্কাস আলীর আবেদনের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে
আদালতের নির্দেশে বুধবার সাব্বিরের লাশ কবর থেকে আড়াই মাস পর ম্যাজিষ্ট্রেট আবু শাহাম ও সোনাতলা থানার ওসি মিলাদুন নবীর উপস্থিতিতে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানা হয়েছে।