গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে এবার থানায় মামলা হয়েছে। অব্যাহতির আদেশের তিন দিনের মাথায় বুধবার মামলাটি দায়ের হয়।
ধর্ষণের শিকার এক নারী বাদি হয়ে গাজীপুরের কাপাসিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল এক কর্মকর্তা। ইমরান হোসেন শিশির কাপাসিয়া সদর ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ দায়ের করা ওই নারী এর আগে ভিডিও বার্তায় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তাকে জোরপূর্বক ধর্ষণের বর্ণনা দিয়েছিলেন। এরপর দল থেকে অভিযুক্ত ইমরান হোসেনকে অব্যাহতি দেয়া হয়। তবে অব্যাহতি দেওয়ার আগ মুহূর্তে ওই নারী পুনরায় দাবি করেছিলেন তার করা ধর্ষণের অভিযোগগুলো মিথ্যে। জোরপূর্বক তাকে দিয়ে এসব কথা বলানো হয়েছিল। এদিকে অব্যাহতি দেওয়ার পর অভিযুক্ত ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে একই নারী আবারো থানায় মামলা দায়ের করলেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে বারবার জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এমনকি এসব ঘটনায় তিনি কয়েক দফা অন্তঃসত্ত্বা হয়েছিলেন। বিয়ের কথা বললে ছাত্র রাজনীতি করা অবস্থায় বিয়ে করা যাবে না বলে ওই নারীকে নিভৃত রাখেন। সর্বশেষ ৫ আগস্টের পর ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ইমরান হোসেন শিশির। এসব ঘটনায় তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাদেরকে মৌখিক অভিযোগ করেছিলেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নির্যাতনের শিকার ওই নারী স্বামী পরিত্যক্তা। বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের আট বছর বয়সী একটি ছেলে আছে। ছেলেটি ওই নারীর সঙ্গেই থাকছে। কয়েকটি সূত্র জানিয়েছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকেই ওই নারী মূলত অবাধে ইমরান হোসেন শিশিরের সঙ্গে অন্তরঙ্গ হতে থাকেন। এর মধ্যে শিশির নিজেও অন্য এক নারীকে বিয়ে করেন। বিয়ের খবর পেয়ে ওই নারী ইমরান হোসেন শিশিরের প্রতি ক্ষিপ্ত হন। কয়েক দফা বিয়ে করার আশ্বাসে ইমরান হোসেন ওই নারীকে থামিয়েছেন। তবে শেষ পর্যন্ত ঘটনাটি মামলায় গড়ায়।
অভিযুক্ত ইমরান হোসেন শিশিক মোবাইল ফোনে জানান, ওই নারী বিবাহিত সেই তথ্য আমার কাছে গোপন করেছে। সে এক ছেলে সন্তানের জননী। ওই নারী প্রমাণ হিসেবে যে সকল ভিডিও প্রচার করছেন তা অত্যাধুনিক এ.আই প্রযুক্তি ব্যবহার করে বানিয়েছেন। সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমাকে রাজনৈতিকভাবে নাজেহাল করার জন্য প্রতিপক্ষের লোকজন ওই নারীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
নির্যাতনের শিকার নারীর মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, বুধবার একটি মামলা দায়ের হয়েছে। আমরা মামলার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করছি।