ময়মনসিংহের গফরগাঁওয়ের রাজনৈতিক, সামাজিক ও সম্প্রীতি নষ্টকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে গফরগাঁও উপজেলা, পৌর বিএনপি ও পাগলা থানা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় স্থানীয় গো হাঁটা মিনি ষ্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গফরগাঁও পৌরসভা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মোঃ ফজলুল হক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুস ছালাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পল্টন প্রমূখ।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আল আমিন জনি, যুগ্ম- আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সভাপতি রমজান মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রবিউল আলম পাপ্পু
প্রমুখ।
বক্তারা জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী খুনী হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান।