ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন হয়েছে। ১৬অক্টোবর বুধবার সকালে কৃষি অফিস প্রাঙ্গণে এ অভিযানের শুভ উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ। উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে অভিযান শুরুর আগে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফসলে ইঁদুরের ক্ষতিকর বিষয় গুলো নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। এদিকে একই সময়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবজি চাষি ও খামারিদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।