পূজার ছুটিতে নানাবাড়ি থেকে ফেরার পথে নগরীর সোনা মিয়ার পুল নামক এলাকায় অটোরিকশা উল্টে অনির্বান শীল (৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত অনির্বান নগরীর কালিবাড়ি রোডের বাসিন্দা অ্যাডভোকেট জগদীশ চন্দ্র শীলের ছেলে ও সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির ছাত্র ছিলো। বুধবার দুপুরে নিহতের স্বজন রতন চন্দ্র শীল বলেন, সকালে ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠিস্থ নানাবাড়ি থেকে নগরীর উদ্দেশে অটোরিকশায় রওনা দেয় অনির্বান। সোনা মিয়ার পুল এলাকায় পৌঁছলে অটোরিকশাটি উল্টে অনির্বান নিচে চাঁপা পরে। স্থানীয়লা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে আনার পর চিকিৎসকেরা অনির্বানকে মৃত বলে ঘোষণা করেন।