নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদণ্ডনদীতে অভিযান চালিয়ে গত তিনদিনে সাত জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার দুপুরে বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর দিবাগত রাত পর্যন্ত বিভাগে ৩২৫টি অভিযান চালানো হয়েছে এবং একশ’ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যেখানে বিভাগে ৭১ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৫৩৬ বার বিভিন্ন মাছঘাট, ৯৮৫ বার বিভিন্ন আড়ত ও ৫৭৮ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। পাশাপাশি অভিযানে ৯৭৮ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। একইসময়ের মধ্যে ১ কোটি ২৮ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা মূল্যের ৫ লাখ ৫ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়াও নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলামে বিক্রি করে ৩৭ হাজার পাঁচশ’ টাকা আয় হয়েছে। মৎস্য বিভাগের উপণ্ডপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ অভিযান অব্যাহত রয়েছে।