গাজীপুরের কাপাসিয়ায় দীর্ঘদিন যাবত "ধাঁধার চর" নামক একটি মৌজার ৫৪ একর কৃষি জমির খাজনা আদায় বন্ধ রয়েছে। ফলে কৃষক যেমন বিপাকে পড়েছেন, তেমনি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছেন। এ ব্যাপারে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসকের নিকট গত মঙ্গলবার একটি লিখিত আবেদন করেছেন।
ধাঁধার চর বহুমুখী সমবায় সমিতির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পরাগ আহাম্মেদ সাক্ষরিত জেলা প্রশাসক বরাবর এক আবেদন করেন। এতে তারা জানান, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের "ধাঁধার চর" মৌজায় সিএস, এস এ এবং আর এস দাগে গত শত বছরের অধিক কাল যাবত তাদের কয়েক প্রজন্ম ৫৪ একর জোত জমি হিসেবে ভোগ দখলে আছেন। পরবর্তীতে জোত জমির পাশাপাশি এক নাম্বার খাস খতিয়ানে ২৩৯ একর সম্পত্তি অন্তর্ভুক্ত হয়েছে। বিপুল পরিমাণ সরকারি হওয়ায় গত কয়েক বছর আগে স্থানীয় প্রশাসন মৌখিক ভাবে ঘোষণা দিয়ে খাজনা আদায় বন্ধ রেখেছেন। জোত জমির মালিক স্থানীয় অর্ধশতাধিক কৃষকরা ইউনিয়ন ভূমি অফিসে গেলে তারা খাজনা আদায় করতে অপারগতা প্রকাশ করেন। ফলে কৃষকরা খাজনা প্রদান, জরুরি প্রয়োজনে হস্তান্তর বা খারিজ করতে না পেরে বিপাকে পড়েছেন। ইতিপূর্বেও কৃষকরা বহুবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, ভূমি রাজস্ব অফিসে আবেদন নিবেদন করেছেন। এতে কোন সমাধান খোঁজে না পেয়ে পুনরায় খাজনা আদায়ের জন্য জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানিয়েছেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, ধাঁধার চর মৌজায় মোট ২৯৩ একর সম্পত্তির মধ্যে স্থানীয় কৃষকদের নামে মাত্র ৫৪ একর সম্পত্তি আর এস রেকর্ড ভূক্ত হয়েছে। বাকি ২৩৯ একর সম্পত্তি সরকারের ১নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত রয়েছে। ফলে সুনির্দিষ্ট ভাবে সীমানা নির্ধারণ না হওয়ায় সরকারের স্বার্থে খাজনা আদায় আপাতত বন্ধ রয়েছে। জেলা প্রশাসকের নিকট স্থানীয় কৃষকদের আবেদন বিবেচনা করে খাজনা আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ এবং তারাগঞ্জ নামক স্থানে স্থানীয় শীতলক্ষ্যা নদীর দুই তীরের মাঝামাঝি গত শত বছর আগে ওই বিশাল চর জেগে উঠে। পরবর্তীতে তা "ধাঁধার চর" নামে পরিচিতি পায়। ইতঃপূর্বে ধাঁধার চরে সরকারি এবং বেসরকারি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন পর্যায়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিলেও পরে তা আর আলোর মুখ দেখেনি।