দলকে সুসংগঠিত করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার বারবাড়িয়া ইউনিয়ন শাখা মহিলাদলের উদ্যোগে পাকাটি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমি। এতে সভাপতিত্ব করেন মহিলা দলের নেত্রী আকলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ ফখরুল হাসান ফখরুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সহ সভাপতি জোসনা, সাধারণ সম্পাদক তানজিলা আক্তার শারমিনসহ মহিলা দলের নেত্রীরা।
সম্মেলনে বক্তারা আগামী নির্বাচনসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।