মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রবাসী মো. রুবেল উদ্দিন এর বিরুদ্ধে রাস্তার পাশে সরকারী গাছ কাঁটারর অভিযোগে থানা পুলিশের তদন্ত চলছে।
জানাযায়, একটি পত্রিকায় সরকারি গাছ কাঁটার সংবাদ প্রকাশ হলে বিষয়টি আদালতের নজরে আসলে তা সিরাজদিখান থানা পুলিশকে তদন্ত দেওয়া হয়েছে। সে কারণে পুলিশ বিষয়টি নিয়ে বুধবার তদন্ত গিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষে রুবেল উদ্দিনের শ্যালক মো. সাজিদ জানান, তাদের জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে একটি প্রভাবশালী মহল নানাভাবে তাদের হয়রানি ও অত্যাচার করে আসছে।
গাছ কাঁটার মিথ্যা তথ্য দিয়ে গত ১২ সেপ্টেম্বর একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। মিথ্যা সংবাদ প্রকাশ, জমি দখলের চেস্টা ও অত্যাচারের প্রতিবাদে গত ১৮ই সেপ্টেম্বর রুবেল উদ্দিনের এর পক্ষে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করেন। তিনি আরো জানান সরকারি গাছ তারা কাটেন নি। দেড় বছর আগে কাকালদী- বাহেরকুচি সড়কের পাশের গাছ, বন বিভাগ টেন্ডারের মাধ্যমে বিক্রি করে কেটেছে। এরপর এক বছর আগে এলজিইডি থেকে সেই রাস্তা ৪/৫ ফুট প্রশস্ত করা হয়। সেসময় তাদের জমি থেকেই জনস্বার্থে রাস্তার জন্য ৪/৫ ফুট করে জায়গা ছেড়েছেন তারা।
সিরাজদিখান থানা পুুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, পত্রিকার রিপোর্টের পরিপ্রেক্ষিতে রুবেল উদ্দিনের বিরুদ্ধে গাছ কাঁটার অভিযোগে আদলত আমলে নিয়ে থানায় তদন্তের জন্য পাঠায়, তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।
সিরাজদিখান উপজেলা বন কর্মকর্তা আবদুল লতিফ জানান, গাছ কাঁটার বিষয়ে শুনে আমি কযেকদিন আগে ঘটনা স্থলে তদন্তে গিয়েছিলাম, গিয়ে দেখি কোট গাছ কাটা হয় নাই। সেখানে সরকারি কোন গাছ ছিলো না। দেড় বছর আগে সরকারি টেন্ডারের মাধ্যমে কাকালদী প্রধান সড়ক হতে ঢালী আম্বার্স রিসোর্ট পর্যন্ত শাখা সড়কের গাছ কাটা হয়। ওখানে সুবিধাভোগী সমিতির টাকা এখনো দেওয়া হয় নাই। টাকা ব্যাংকে জমা আছে। বছর খানেক আগে রাস্তাটি ৪/৫ ফুট প্রসস্থ করে পাকা করে এলজিইডি।
উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, মেইন রোড থেকে ঢালী রিসোর্ট পর্যন্ত ১ বছর আগে ৪ ফুট প্রসস্থ করে রাস্তা পাকা করা হয়েছে। সেজন্য পাকা করার ৬ মাস আগে বন বিভাগ টেন্ডার দিয়ে গাছ কেটেছে। আমরা পাকা করার সময় সেখানে আর কোন সরকারি গাছ ছিলো না।