শেরপুরের নালিতাবাড়ীতে বন্যার বেশির ভাগ পানি নেমে গেছে। তবে নিম্নাঞ্চলের কয়েকটি গ্রামে এখনো পানি জমে রয়েছে। এদিকে ঢলের পানি নেমে গেলেও বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। পানি নেমে যাওয়ায় ভেসে উঠেছে এসব এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষতচিহ্ন। এবারের স্মরণকালের পাহাড়ি ঢলের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বসে পড়েছে শতশত মাটির কাঁচা দালান, টিনসেড ও আধাপাকা ঘর, ভেসে গেছে শতশত পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে আমন আবাদের উঠতি ফসল ও বিনষ্ট হয়েছে সবজি খেত। এসব ক্ষতিগ্রস্ত বানভাসীরা সাময়িক ত্রাণের চেয়ে স্থায়ী পুর্নবাসনের দাবী জেিানয়ছেন।
বন্যা কবলিত এলাকা ঘুরে দেখা গেছে, সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। পাহাড়ি ঢলের পানি ভাটির দিকে নেমে গেছে। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন অনেকেই। তবে অধিকাংশ ভুক্তভোগীর বাড়ির ঘরই বন্যার পানিতে বিধ্বস্ত হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির দালান, আমন ফসলের মাঠ ও মাছের ঘের। এদিকে পানি কমার সাথে সাথেই দেখা দিয়েছে গো খাদ্য সংকট। ঢলের পানিতে খড়ের গাদা ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশু খাদ্য সংকটে পড়েছে।
উপজেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪ হাজার ৬৮টি ঘর সম্পুর্ণ, ১ হাজার ২শ টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন বাস্তুহারা এসব পরিবারের সদস্যরা। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় রাত কাটছে তাদের অন্যের বাড়িতে কিংবা অস্থায়ী ছাউনিতে। ১৫ হাজার ১শ হেক্টর জমির আমন ধানখেত, ১০৮ হেক্টর জমির শাকসবজি খেত ও ৮.৮৪ হেক্টর জমির বস্তায় লাগানো আদা চাষ নষ্ট হয়েছে। এ ছাড়া উপজেলার ২ হাজার ৮৭৫টি পুকুরের মাছ ঢলের পানিতে ভেসে গেছে।