স্থানীয় সরকার উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিলুপ্তকরণ অভিপ্রায়ের প্রতিবাদে নওগাঁর মান্দায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম মান্দা শাখার আয়োজনে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ ফোরাম মান্দা শাখার সভাপতি আবদুল মতিন মণ্ডল, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, নওফেল আলী মণ্ডল, মোখলেছুর রহমান কামরুল, তোফাজ্জল হোসেন, গোলাম আজম, ইউপি সদস্য জিন্নাতুন নেছা, মমতাজ বেগম মুক্তি ও আকতারুজ্জামান বুলু।
এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।