বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণ করার সময় দুটি ভারতীয় পতাকাবাহী ট্রলার সহ ৩১ জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। আটককৃত জেলেদের মঙ্গলবার রাতে কলাপাড়া থানায় পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কলাপাড়া থানায় একটি নিয়মিত মামলা প্রকৃয়াধীন। বুধবার সকালে নৌবাহিনী আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বানৌজা শহীদ আখতার উদ্দিন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মশিউর। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ বানৌজা শহীদ আখতার উদ্দিন গভীর সমুদ্র টহল প্রদানের সময় রাডারে বিদেশী ঐ ট্রলার দুটির অবস্থান সম্পর্কে জানতে পারে। গতিবিধি সন্দেহ জনক মনে হওয়ায় ধাওয়া করে তাদের আটক করা হয়। জাহাজ থেকে প্রায় ৫'শ মন মাছ জব্দ করা হয়। যা পরবর্তিতে মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন এতিমখানা সহ দুস্থ্যদের মাঝে বিতরন করা হবে। আটককৃত জেলেদের অধিকাংশের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে বলে জানা গেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষা নিশ্চতে নৌবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।