বাগেরহাটের ফকিরহাটে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সরকারি ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের প্রভাষক সুকুমার বাকচীর কটূক্তির প্রতিবাদে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এ,বি,এম তৈয়বুর রহমান বলেন, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজর চারুকারু বিভাগের প্রভাষক সুকুমার বাকচী শ্রেণী কক্ষে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করার কারণে গতকাল ছাত্রীরা প্রতিবাদ করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। বাংলাদেশ জামায়াতে ইসলামি ফকিরহাট উপজেলা শাখার পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রভাষক সুকুমার বাকচীর সর্বোচ্চ শাস্তি দাবি করি।
তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফকিরহাটের সর্বস্তরের জনগণকে আইন হাতে তুলে না নেওয়া অথবা বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য আহ্বান জানান।
এসময় জামায়াতে ইসলামি ফকিরহাট উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।