ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটিতে স্বাগত জানিয়েছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।গতকাল রাতে প্রেসক্লাবে এসেছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রেসক্লাবের আজীবন সদস্য মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এতে ছিলেন প্রেসক্লাবের আজীবন সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, রুহুল হুসাইন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হক, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ বিএনপির নেতৃবৃন্দ।এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভাপতি বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাছিম খান, সহসভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সহসভাপতি (সহযোগী) অ্যাড.আহসানুল মোজাক্কির, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহসাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, সাংবাদিক সদস্য মোকাররম হোসেন ভূঞা, সাংবাদিক ও লেখক মো: আমিনুল হক সাদী, কাউছার আহমেদ টিটু, নয়াদিগন্তের জেলা সংবাদদাতা আল আমিন, সাংবাদিক শফিক কবীর,ফারুকুজ্জামানসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
কার্যকরী কমিটি গঠন করা হয়।
গত রোববার (৬ অক্টোবর) রাতে প্রেসক্লাবের সম্মেলনে কক্ষে ক্লাবের আহ্বায়ক এড.এবিএম লুৎফর রাশিদ রানা স্বাক্ষরিত অনুমোদিত ১৫ সদস্যবিশিষ্ট কমিটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কমিটি প্রকাশের পরপরই জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিবর্গ নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।