নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পৌরসভার ১নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকালে জয়পুর মোড়ে ওয়ার্ডের সভাপতি জামায়েত সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিব সফল ছাত্রনেতা এস,এম এনামুল কবীর চন্দন। প্রধান বক্তা ছিলেন পৌর কৃষক দলের আহ্বায়ক শরীফ নাজমুল হুদা। এছাড়াও বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল ইসলাম, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান, সাবেক ছাত্র নেতা আবু হায়াত সাবু, আনিসুর রহমান কামাল, পৌর বিএনপি নেতা মোল্যা আকিদুল ইসলাম, যুবদল নেতা তারিকুজ্জামান, কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলম, পৌর কৃষক দলের সদস্য সচিব রাজু আহমেদ। সভা পরিচালনা করেন মোঃ ইউনুস শেখ।