ভোলার দৌলতখানে পাখি বিক্রির দোকানের বন্দিশালা থেকে মুক্তি পেল ১৬ ঘুঘু পাখি। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার মিয়ারহাট বাজারের পাখি বিক্রির একটি দোকানে। খাচায় বন্দি দোকানের এসব পাখি উদ্ধারের পর মুক্ত নীল আকাশের প্রান্তরে ছেড়ে দেওয়া হয়েছে। দোকানের খাঁচায় বন্দীশালায় থেকে মুক্তি পাওয়া এসব পাখির মধ্যে ১৬ টি ছিল ঘুঘু পাখি। জানা যায়, সোমবার ( ১৪ অক্টোবর) মিয়ার হাট বাজারের মাশাল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি পাখি ক্রয় - বিক্রয় দোকান থেকে বন বিভাগের কর্মকর্তা পাখিগুলো উদ্ধার করে মুক্ত আকাশে উড়িয়ে দেন। দোকানের মালিক আবদুর রহিম এর কাছে গণমাধ্যম কর্মীরা পাখি ক্রয় বিক্রয়ের অনুমোদনের কাগজপত্র দেখতে চাইলে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি। আবদুর রহিম সাংবাদিকদের জানান, আমি টাকা দিয়ে পাখি কিনে ব্যবসা করে আসছি। পাখি ক্রয় - বিক্রয় করতে গিয়ে কাগজপত্রের প্রয়োজন হলে করে নেব। বন বিভাগের দৌলতখান রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, কাগজপত্র ছাড়া পাখি বিক্রির দায়ে তার বিরুদ্ধে বন্য প্রাণীর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপশহর বাংলাবাজার বন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম মিয়ারহাট পাখি বিক্রয়ের দোকান মাশাল্লাহ এন্টারপ্রাইজে গিয়ে বিক্রয়ের কাগজপত্র দেখতে চাইলে দোকানের মালিক আবদুর রহিম কোন কাগজপত্রও তাকে দেখাতে পারেনি। তিনি জানান, বন্যপ্রাণী আইন অনুযায়ী অনুমতি বিহীন এসব পাখি বিক্রয় অবৈধ। বিক্রয়ের জন্য দোকানে রাখা এসব পাখি উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দিয়েছি।