জহিরুল ইসলাম, সীতাকু- চট্টগ্রামের সীতাকুণ্ডে আলিম পরীক্ষায় শতভাগ পাশ সহ ৬ জন জিপিএ-৫ পেয়ে। সীতাকু- উপজেলা পর্যায়ে যুবাইদিয়া মাদ্রাসা প্রতিবারের মত এবারও শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। সীতাকু- পৌরসদরস্থ যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির জানান, তাদের মাদ্রাসা থেকে এবার ৪৬জন ছাত্রী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাশ করেছে। তার মধ্যে ৬ জন এ প্লাস, ৩০ জন এ গ্রেড, এ মাইনাস ৪জন, বি গ্রেড ২জন ছাত্রী পেয়েছে। পাশের হার শতকরা ১০০%। অধ্যক্ষ আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করেও পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করেছে। এজন্য তিনি সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে। এ ছাড়া উপজেলা পর্যায়ে নুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও বগাচতর ফাজিল মাদ্রাসায়ও এবারের পরীক্ষায় শতভাগ পাশ করেছে।
এদিকে কলেজ পর্যায়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রতিবারের মত এবারও ৫১জনের মধ্যে ৫১জনই জিপিএ ৫ পেয়ে উপজেলায় শীর্ষস্থানে রয়েছে। পাশাপাশি বাড়বকু- স্কুল এ- কলেজে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ৬০জন শিক্ষার্থীর মধ্যে ১৪জন জিপিএ ৫ পেয়েছে।