বরাবরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোরের ঝিকরগাছা উপজেলায় শীর্ষে রয়েছে নতুনহাট পাবলিক কলেজ।
এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণায় দেখা গেছে ঝিকরগাছা উপজেলায় শীর্ষস্থান দখলেই রেখেছে নতুনহাট পাবলিক কলেজ। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রকাশে জানা গেছে, নতুনহাট পাবলিক কলেজ থেকে ৩১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮২ জন পাস করেছে। এদের মধ্যে এ+ ২৯ জন, এ ১৫০ জন। পাশের হার শতকরা ৮৯। সম্মিলনী মহিলা কলেজ থেকে ১৭২ জনের মধ্যে ১৫১ জন পাস করেছে। এ+ ৩০ জন, এ ৯০ জন। পাশের হার শতকরা ৮৮। বাঁকড়া কলেজ থেকে ২৬১ জনের মধ্যে ২৫০ জন পাস করেছে। এ+ ৫ জন, এ ১১৬ জন। পাশের হার শতকরা ৭৭। গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ থেকে ৩০৮ জনের মধ্যে ২৩৪ জন পাস করেছে। এ+ ১৪ জন, এ ৮৬ জন। পাশের হার শতকরা ৭৬। সরকারি শহীদ মশিউর রহমান কলেজ থেকে ২২৩ জনের মধ্যে ১৪৯ জন পাস করেছে। এ+ ১ জন এ ৬৩ জন। পাশের হার শতকরা ৬৭। শিমুলিয়া কলেজ থেকে ৬০ জনের মধ্যে ৩৭ জন পাস করেছে। এ+ ১ জন, এ ২২ জন। পাশের হার শতকরা ৬২। ঝিকরগাছা মহিলা কলেজ থেকে ১২৯ জনের মধ্যে ৭৬ জন পাস করেছে। এ+ ১০ জন, এ ৩৫ জন। পাশের হার শতকরা ৫৯। রঘুনাথ নগর মহাবিদ্যালয় থেকে ৭১ জনের মধ্যে ৪২ জন পাস করেছে। এ+ ১ জন, এ ২১ জন। পাশের হার শতকরা ৫৯।
ফলাফল প্রকাশের ব্যাপারে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন জানান, আগস্ট গণঅভ্যুত্থানের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি হয়েছিল বলেই নতুন সিস্টেমে ফল প্রকাশিত হয়েছে। তবে পরীক্ষার্থীরা যদি সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত, তাহলে পরীক্ষার ফলাফল আরো ভালো হতো বলে আমি মনে করি।