মোল্লাহাট উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা গণের সাথে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, উন্নত ভবিষ্যত গড়তে মেধাবী জাঁতি গঠন করতে হবে। আর মেধাবী জাঁতি গঠনে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম-কানুন বিষয়ে কঠোর হতে হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের প্রধান হিসেবে যথাযথ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ ফারুক, শেখ শাহিনুর ইসলাম শাহীন, কাফি হাসান বশার, মনির হোসেন, মোঃ শরিফুল ইসলাম দিদার সহ অনেকে।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অনুকূলে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়।