বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পীরগাছা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এর উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এসময় পীরগাছার বাজারের বিভিন্ন অলি-গলি, দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এর আগে বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিল্লুর রহমান জেমস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আফছার আলী, কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসা, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান রেজা, জিল্লুর রহমান, আলমগীর কবির, জাকির আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আবদুল আলিম আলমসহ অনেকে।
সমাবেশে বক্তাগণ, আগামীর বাংলাদেশ বির্নিমানে তৃর্ণমূল পর্যায়ে জনসাধারণকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি করেন।