দি হাঙ্গার প্রজেক্ট-এমআইপিএস এর উদ্যোগে ও জামালগঞ্জ পিএফজির সহযোগিতায় “সম্মিলিত কার্যক্রম ও পরিকল্পনা প্রনয়ন সভা” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১ টায় জামালগঞ্জ উপজেরা পরিষদের সম্মেলন কক্ষে জামালগঞ্জ পিএফজির এ্যাম্বাসেডর নূরুল হক আফিন্দ্রীর সভাপতিত্বে ও এ্যাম্বাসেডর আবদুল মান্নান তালুকদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্দব্য রাখেন এমআইপিএস প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা।
সভায় বক্তারা বলেন, যেহেতু এমআইপিএস প্রকল্প নতুন করে কাজ শুরু করছে সেহেতু প্রথমেই প্রশাসনের কর্মকর্তাদের উপস্তিতিতে একটি প্রোগ্রাম করা দরকার। সভা থেকে একটি প্রতিনিধি দল জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে আগামী ২৯ অক্টোবর পিএফজি, ওয়াইপএফজি ও প্রশাসের কর্মকর্তাদের নিয়ে সম্প্রীতি সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন, নারী এ্যাম্বাসেডর সাবেক মঞিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালিক, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উত্তর বিএনপির সভাপতি আলী আক্কাছ মুরাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা ধর্মবিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা সিদ্দিকা, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, উপজেরা বিএনপির মহিলা সম্পাদিকা খালেদা আক্তার, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম আল-আমীন, শ্রিমিক লীগের মহিলা সম্পাদিকা আলেয়া বেগম, মহিলা লীগের তাহমিনা আক্তার, বিকশিত নারী নেটওয়ার্ক এর সভাপতি শাহীনা আক্তার, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, ইসলাম ধর্মীয় নেতা মাওলানা নূর উদ্দিন, হিন্দু ধর্মীয় নেতা রাজন চক্রবর্তী, তৃতীয় লিঙ্গের সাইফুল, পপি প্রমূখ।