গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, সমর চাঁদ মৃধা খোকন, রাফেজা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপণ্ডসককারী প্রকৌশলী মোঃ আকির খান বক্তব্য রাখেন।