রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী আহমদিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায়অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও আয়া পদে নিয়োগ বাণিজ্য এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের নির্দেশক্রমে উপজেলা নির্বাহীঅফিসার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা কৃষি অফিসার কর্তৃক তদন্ত চলাকালীন সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এমপিও ভূক্তির জন্য কাগজপত্র প্রেরণ করে গত সেপ্টেম্বর মাসের এমপিওতে এমপিওভুক্ত করান বলে অভিযোগ উঠেছে। এবিষয়েতদন্তের মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন এক ভুক্তভোগি। তবে মাধ্যমিক শিক্ষা অফিসার অনিয়মের বিষয়টিঅস্বীকার করেছেন।
অভিযোগে জানাগেছে, ওই মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং আয়া পদে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির মাধ্যমে নিয়োগ প্রদান করায় মাদ্রাসার একজন ছাত্রীর অভিভাবক
মোছাঃ রেনা বেগম মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অভিযোগ করলে তা তদন্ত করার জন্য
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার
উক্ত তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে পরিবর্তন করে বিসিএস ক্যাডার অফিসারের মাধ্যমে তদন্ত করার জন্য আবেদন করা হয়। তদন্ত চলাকালীন সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমপিও ভূক্তির জন্য কাগজপত্রাদি প্রেরণ করে সেপ্টেম্বর মাসের এমপিওতে মোঃ মাহামুদুল হাসান ও মোছাঃ হেলেনা বেগমকে এমপিওভুক্ত করান। তদন্ত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মমিন মন্ডল অনিয়মের বিষয় অস্বীকার করে বলেন, আমার কাছে এমপি ভুক্তির কোন কাজ এলে তা আটকিয়ে রাখার বিধান নেই। কেউ কোন অভিযোগ দিলেই তা আমি আটকিয়ে রাখতে পারি না।