“ হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি ” এই স্লোগানে কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে।
মংগলবার (১৫ অক্টোবর) এ উপলক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।
সকালে কিশোরগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি ছিলেন এডিসি শিক্ষা ও আইসিটি কাজী মহুয়া মমতাজ, সিভিল সার্জন ডা:সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন হোসাইন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান খান। কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা: মো: দ্বীন ইসলামের পরিচালনায় এতে বক্তৃতা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শহীদুল্লাহ, শাহনাজ পারভীন,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী,সদরের সহকারী সমাজসেবা কর্মকর্তা হুমায়রা আফরিন, রেজিষ্টেশন অফিসার মো: মহসীন, সমাজ সেবা অফিসার জুবায়ের আলম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাংবাদিক আলম সারোয়ার টিটু,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, প্রতিবন্ধী নেতা ইব্রাহীম দৃষ্টি প্রতিবন্ধী রুহুল আমিন প্রমুখ।
সভায় জানানো জেলায় ১১৭৯০ জন দৃষ্টি প্রতিবন্ধী ও ৭৬৭৪৮ জন প্রতিবন্ধীদের নিয়ে সমাজসেবা বিভাগ কাজ করছে।
পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীকে সাদাছড়ি প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসন,সমাজসেবা অধিদপ্তর, দৃষ্টি প্রতিবন্ধীগণ ও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিাত ছিলেন।