পিরোজপুরে কাউখালী বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪১ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
১৪ অক্টোবর সোমবার কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সোহেল মাহমুদ বাদী হয়ে কাউখালী থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান একসময়ের জাতীয় পার্টির জেপির সাবেক সভাপতি আবু সাঈদ মনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ড, মাহমুদ খান খোকন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহমেদ সুমন, মামুন হোসেন বাবলু জোমাদ্দার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪১ জন নামীয় ও ৫০ জনকে অজ্ঞাত করে মোট ৯১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে,
বৈষম্য বিরোধী ছাত্র+জনতার আন্দোলন প্রতিহত করার জন্য গত ৪ আগস্ট সকাল কাউখালী বন্দরে বিভিন্ন অলিগলিতে সশস্ত্র অবস্থান নেয়। এ সময় তারা এ সংবাদ ছাত্র জনতার মধ্যে ছড়িয়ে পড়লে শহরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে কাউখালী কাপুরিয়া পট্টি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন জড়ো হয়ে বিকালের দিকে বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে উত্তর বাজার বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় ওই অফিসে থাকা দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এ ছাড়া ওই অফিসে থাকা বিভিন্ন অসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।