'স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ'’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে বেলুন উড়িয়ে ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস
পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।
নোয়াখালী জেলা প্রশাসকের হল রুমে
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
এসময় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী সিভিল সাজন ডা: মাসুম ইফতেখার, চাটখিল উপজেলা উপসহকারী প্রকৌশলী মো: ফারুক, বেগমগঞ্জ উপজেলা উপসহকারী প্রকৌশলী নুরুল আমিন রাজুসহ অনেকে।
এর আগে,বেলুন উড়িয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করেন নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো :ইয়াছিন।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের খাবারের আগে ও পরে হাত ধোয়ার কৌশল শিখিয়ে দেয়া হয়।
বক্তারা বলেন, ১৫ অক্টোবর শুধু নয়, সারা বছরব্যাপী চলমান স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জোর দাবী করেন। এছাড়াও বক্তারা আরও বলেন,স্যানিটেশন একটি চলমান প্রক্রিয়া যা মানুষের অভ্যাস ও আচরণ পরিবর্তনের মাধ্যমে অর্জন ও বজায় রাখা সম্ভব। স্যানিটেশন ও হাত ধোয়া কর্মসূচির সফল বাস্তবায়নে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।