কয়রায় শিক্ষক হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিথ্যা অভিযোগ থেকে পরিত্রান পাওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২নং কয়রা গ্রামের মুত্যু নজির উদ্দিন মোল্যার পুত্র ইমদাদুল হক। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৫ আগস্টের বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সুচনা শুরু হয়। সারা দেশে ভাংচুর, হামলা সহ লুটপাট চালায় এক শ্রেনীর স্বার্থনেষি মানুষ। ঐ দিন আমাদের এলাকার একটি অনাকাংখিত ঘটনায় শিক্ষক রেজাউল করিম আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ঐ ঘটনার পর সম্পুর্ন ব্যাক্তি আক্রসে তার কন্যা বাদী হয়ে আমাদেরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তারই রেশ ধরে কোন ঘটনা ছাড়াই তারা আমাদের বিরুদ্ধে গত ১০ অক্টোবর কয়রা থানায় একটি সাধারন ডায়েরী করে যার নং-৪২১। সেখানে অভিযোগ করা হয় মামলার আসামি সোহরাব হোসেন, ইমদাদুল হক, মেহেদী হাসান, রুহুল আমিন, ফারুক সহ আরও অনেকেই মামলা তুলে নিতে বাদীকে প্রানের হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া মামলায় স্বাক্ষীদের নানা রকম ভয়ভীতি প্রর্দশন করা হচ্ছে। এমন অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাদেরকে হয়রানী করার জন্য সম্পুর্ন মিথ্যা অভিযোগের ভিত্তিতে এমন তথ্য প্রদান করে কয়রায় থানায় জিডি করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।