সাতক্ষীরার একটি নর্দমা থেকে আবুল হোসেন নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শহীদ আবদুর রাজ্জাক পার্কের দক্ষিণ দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের পাশের একটি নর্দমা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত আবুল হোসেন (৭৫) সাতক্ষীরা শহরের মুনজিতপুর অ্যাকাডেমিক মসজিদ সড়কের মৃত আবদুল লতিফ গাজীর ছেলে।
সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শফিকুল ইসলাম জানান, তার বাবা সম্প্রতি অসুস্থ ছিলেন। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বের হন। রাতভর তিনি বাড়িতে ফেরেননি। রাতে সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। মঙ্গলববার সকালে শহীদ আবদুর রাজ্জাক পার্কের দক্ষিণ দিকে একটি নর্দমা থেকে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে খবর দেন। পরে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে। অসাবধানতাবশত রাস্তা থেকে নর্দমায় পড়ে যেয়ে বাবার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। কারো কোন আপত্তি না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।