অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন বাবুগঞ্জের কৃতী সন্তান, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান শামীম।
তাকে বিশেষ বিশেষ ট্রাইব্যুনাল-১০, ঢাকা নিয়োগ প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপণ্ডসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেয়া হয়।
এছাড়াও ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, সিএমএম আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে মোট ৬৬৯ আইনজীবীকে পিপি, জিপি, এপিপি ও এজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।